
পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আর মাত্র এক সপ্তাহ বাকি। এ মাসের ২৬ থেকে ৩০ তারিখ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ধানমন্ডির আবাহনী মাঠে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশি ও বিদেশি প্রখ্যাত শিল্পীবৃন্দ।
পাশ্চাত্যের ধ্রুপদী ধারার সংগীত দিয়ে শুরু করে উৎসবের সমাপ্তি ঘটবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে। এর মাঝে আছে সেতার, সরোদ, খেয়াল, ধ্রুপদ ও নৃত্য। উপমহাদেশের শ্রেষ্ঠতম শিল্পীরা সংগীত পরিবেশন করতে আসছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে।
জেনে নেওয়া যাক কে কবে কী পরিবেশন করবেন-
প্রথম দিন: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর
অর্কেস্ট্রা- ড. এল সুব্রামানিয়ম এবং আসতানা সিম্ফনি ফিলহারমোনিক
সরোদ- রাজরূপা চৌধুরী
খেয়াল- বিদুষী পদ্মা তালওয়ালকর
সেতার- ফিরোজ খান
খেয়াল- সুপ্রিয়া দাস, বেঙ্গল পরম্পরা সংগীতালয়
বাঁশি- রাকেশ চৌরাসিয়া
সেতার- পূর্বায়ন চ্যাটার্জি
দ্বিতীয় দিন: বুধবার, ২৭ ডিসেম্বর
কত্থক নৃত্য- অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানি
তবলা- বেঙ্গল পরম্পরা সংগীতালয়
সন্তুর- পণ্ডিত শিবকুমার শর্মা
খেয়াল- পণ্ডিত উলহাস কশলকর
সেতার- ওস্তাদ শাহিদ পারভেজ খান
ধ্রুপদ- অভিজিত কুণ্ড, বেঙ্গল পরম্পরা সংগীতালয়
বাঁশি- পণ্ডিত রনু মজুমদার
সরোদ- পণ্ডিত দেবজ্যোতি বোস
তৃতীয় দিন: বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর
সেতার- বেঙ্গল পরম্পরা সংগীতালয়
ঘাটম ও কঞ্জিরা- বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগণেশ বিনায়ক রাম
খেয়াল- সরকারি সংগীত কলেজ
সরোদ- আবির হোসেন
বাঁশি- গাজী আবদুল হাকিম
ধ্রুপদ- পণ্ডিত উদয় ভাওয়ালকর
বেহালা- বিদুষী কালা রামনাথ
খেয়াল- পণ্ডিত অজয় চক্রবর্তী
চতুর্থ দিন: শুক্রবার, ২৯ ডিসেম্বর
মনিপুরি, ভরতনাট্যম এবং কত্থক নৃত্য- সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা,
মেহরাজ হক এবং জুয়াইরিয়াহ মৌলি
সরোদ- বেঙ্গল পরম্পরা সংগীতালয়
খেয়াল- ওস্তাদ রশিদ খান
সরোদ- পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং
বেহালা- ড. মাইশুর মঞ্জুনাথ
খেয়াল- পণ্ডিত যশরাজ
চেলো- সাসকিয়া রাও দ্য-হাস
সেতার- পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জি
পঞ্চম দিন: শনিবার, ৩০ ডিসেম্বর
ওড়িশি নৃত্য- বিদুষী সুজাতা মহাপাত্র
মোহন বীণা- পণ্ডিত বিশ্বমোহন ভট্ট
খেয়াল- ব্রজেশ্বর মুখার্জি
সেতার- পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস
সেতার- পণ্ডিত কৈবল্যকুমার
বাঁশি- পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া
উল্লেখ্য, অনিবার্য কারণবশত কোনো রকম ঘোষণা ছাড়াই এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।