‘গান গাইবার দিনে’ সাহানা বাজপেয়ী
স্থান : বেঙ্গল বই
তারিখ : ১০-১১ মে ২০১৮
‘গান গাইবার দিনে’ সাহানা বাজপেয়ী ও লাবিক কামাল গৌরব আসছেন বেঙ্গল বইপ্রাঙ্গণে । আগামী ১০ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গান গাইবেন সাহানা বাজপেয়ী আর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গান গেয়ে শোনাবেন লাবিক কামাল গৌরব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।